জয়গুরু
দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মন্ডল ট্যুারিস্ট সার্ভিস পরিচালনায় :- নিখিল মন্ডল (ভারতীয় পর্যটক) মো- ৯৭৩৩২৭৬৫৯২
কামালপুর পেট্রোল পাম্প মানিকচক, মালদহ। সুপার লাক্সারী ভিডিও কোচে উত্তর পশ্চিম ভারত ভ্রমনে তীর্থ চলুন ১৬-১৭ দিনের জন্য ।
শুভ যাত্রা :- ইং- ২২শে ফাল্গুন (০৭/০৩/২০২২) সোমবার। যাতায়াত ভাড়া মাত্র :- ৯,০০১/- (নয় হাজার এক টাকা) দইবেলা চা ও বিস্কুট ও দইবেলা নিরামিশ আহার ও ঘরভাড়া সহ।
দর্শনীয় স্থান :- বাবা বৈদ্যনাথ ধাম, গয়া, বদ্ধগয়া, এলাহাবাদ, ত্রিবেনী, গঙ্গা-যুমনা সরস্বতী সঙ্গম, প্রেয়াগ ধাম, মধ্যপ্রদেশ, অত্রিমুনির আশ্রম, সতি অনুসইয়া আশ্রম, ভারতের পাদুকা গ্রহন, সীতার পাতালপুরি, গুপ্ত গদাবরী, হনুমান গারা, ব্রহ্ম-বিষ্ণু মহেশ্বরের শিশুরূপ ধারন, রামঘাট, মথুরাধাম, কৃষ্ণের জন্মস্থান, কংসর কারাগার, বৃন্দাবন ধাম, যমুনা নদীতে স্নান, রাধা মাধবের মূল মন্দির, কালিয়াদমন, বস্ত্র হরণ, চিরঘাট, মীরাবাই চৌষট্টি মহামন্দর সমাধি, ভোজন আশ্রম, নিধুবন, নিকুঞ্জবন, ১২ মন সোনার তালগাছ, বৈষ্ণমাতার মন্দির, রঙ্গ বিহারী মন্দির, রাধাকুন্ড, শ্যামকুন্ড, গিরিগোবর্দ্ধন, নন্দগাঁও, বর্ষণা, প্রেম মন্দির, হরিদ্বার, হারকিপরি, মনসা মন্দির, চন্ডীমন্দির, কংখল দক্ষরাজার বাড়ি, সতীর জন্মস্থান, পবন ধাম আরোও ২০ টি মন্দির । ঋষিকেশ, রামঝোলা, লছমন ঝোলা, গীতাভবন, নমিসরন অযোধ্যা রামজন্মভূমি, সরযু নদীর স্থান, রাজাদশরথের বাড়ি, কাশি বেনারস, রাজাহরিশচন্দ্র ঘাট, কালুয়া ডোমের বাড়ি, অন্নপূর্ণা মন্দির, কাশি বিশ্বনাথের মন্দির, আরো অনেক তীর্থস্থান দেখানো হবে।
বকিং চলিতেছে মাত্র ৩০০১/- টাকা দিয়ে সিট রিজার্ভ করুন । বাসের সিটের জন্য যোগাযোগ করুন নিখিল মন্ডল কামালপুর পেট্রোল পাম্প।
মো- ৯৭৩৩২৭৬৫১২
* গাড়ি ছাড়িবার স্থান :- কামালপুর পেট্রোল পাম্প, মানিকচক, মালদহ।
বি: দ্র:- অগ্রিম টাকা ফেরত হবে না। গাড়ি ছাড়ার ১৫ দিন পূর্বে বাকী টাকা পরিশোধ করতে হবে। যাত্রীগনের রাত্রি যাপনের ব্যবস্থা লজ বা ধর্মশালাতে করা হবে। রিক্সা, অটো, নৌকা সাইড সিন নিজ নিজ খরচ যাত্রীদের নিজ বহন করতে হবে। সঙ্গে নিতে হবে টর্চ লাইট, হালকা বিছানা, থালা গ্লাস, জলের বোতল প্রয়োজনীয় ঔষধ অবশ্যই সঙ্গে নিবে। ভোটার ও আধার কার্ড সঙ্গে নিবেন ভ্যাকসিনের ডবল ডোজের কাগজ অবশ্যই সঙ্গে নিতে হবে পরিচালকের নির্দেশমতো চলতে হবে । কোন রকম প্রাকৃতিক দযেগি বা করোনার কারনে দিন পরিবর্তন হতে পারে ।
Online payment এর জন্য এখানে ক্লিক করুন
Online payment এর জন্য এখানে ক্লিক করুন